logo

BANGLA MEDIUM : PLAY- XII
ENGLISH VERSION: PLAY- II

EIIN-131524
SCHOOL CODE-1165
COLLEGE CODE-1735

Online Admission

ঈদ-উল-ফিতর

ঈদুল ফিতর (আরবি: عيد الفطر, অর্থ: "রোজা/উপবাস ভাঙার আনন্দ") ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি।[১] দ্বিতীয়টি হলো ঈদুল আযহা। ধর্মীয় পরিভাষায় একে ‍ইয়াওমুল জায়েজ‍ (অর্থ: পুরস্কারের দিবস) হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে।[২] এই দিনে সবাই সবাইকে "ঈদ মোবারক" বলে শুভেচ্ছা জানায়।

ইতিহাস

মুসলিম ঐতিহ্য অনুযায়ী ঈদুল ফিতর ইসলামের নবি মুহাম্মাদ(সাঃ) দ্বারা উদ্ভূত হয়েছিল।[৩] কিছু হাদিস অনুসারে, মক্কা থেকে মুহাম্মাদ(সাঃ) এর  হিজরতের পর এই উৎসবগুলো মদিনায় শুরু হয়েছিল। নবির একজন সুপরিচিত সাহাবি আনাস(রাঃ) বর্ণনা করেছেন যে, মুহাম্মাদ যখন মদিনায় পৌঁছেছিলেন, তখন তিনি দেখতে পান যে সেখানের লোকেরা দুটি নির্দিষ্ট দিন উদযাপন করছে যেখানে তাঁরা বিনোদন এবং আনন্দের সাথে নিজেদের আপ্যায়ন করছে। এতে মুহাম্মাদ(সাঃ) এর মন্তব্য করেন যে আল্লাহ উৎসবের দুটি দিন নির্ধারণ করেছেন: ঈদুল ফিতর এবং ঈদুল আযহা[৪]